তবুও বাঁচা
অমিতাভ ভট্টাচার্য


হলদে পাতা
শুকনো লতা
তবুও বাঁচা অন্ধকারে,
ক্ষয়িষ্ণু দিন
রন্ধ্রবিহীন
তবুও বাঁচা বন্ধ ঘরে ।


ব্যর্থ প্রাণে
আর অভিমানে
তবুও বাঁচা আশার খোঁজে,
রিক্ত জীবন
অভুক্ত মন
তবুও বাঁচার মর্ম বোঝে ।


আকাশ দেখার
বন্ধ যে দ্বার
তবুও বাঁচা আলোর আশায়,
শুধুই ঘৃণার
জমল যে ভার
তবুও বাঁচা ভালোবাসায় ।


ক্লান্ত চরণ
রক্তক্ষরণ
তবুও বাঁচা হতোদ্যমে,
জাগার আগে
ক্লান্তি লাগে
তবুও বাঁচা পরিশ্রমে ।


প্রতিটি খেলায়
হারিয়ে ফেলায়
তবুও বাঁচা জয়ের নেশা,
ধ্বংসপুরে
আস্তাকুঁড়ে
তবুও বাঁচা সুবাস মেশা ।


শুধুই তাপে
জ্বলছি শাপে
তবুও বাঁচাই করছি বরণ,
মৃত্যু হাসে
করাল গ্রাসে
তবুও বাঁচা পেরিয়ে মরণ ।