তোমাকে ১০০
অমিতাভ ভট্টাচার্য


তারার কুচি নাই বা হলে
অক্ষর হও কলম জুড়ে
ছন্দে বেঁধে সাজিয়ে তোমায়
রাখব গোপন অন্তঃপুরে।


বাঁধভাঙা ঢেউ নাই বা হলে
ইলশেগুঁড়ি বৃষ্টি হবে?
রোদের মাঝেও হঠাৎ নেমে
আমায় খানিক ভিজিয়ে যাবে।


দুর্বোধ্য নাই বা হলে
তোমায় যেন বুঝতে পারি
সোজা হওয়ার শপথ নিয়ে
বালিতে বাঁধ গড়তে পারি।


জোছনা তুমি নাই বা হলে
জোনাকি হও অন্ধকারে
রঙীন পাথর খুঁজব চলো
সন্ধ্যেবেলা নদীর ধারে।


সুখের পাখি নাই বা হলে
কষ্ট হয়েই থাকবে পাশে
তুমি আমার তিতিক্ষা হও
জীবনজোড়া সর্বনাশে।