আজব স্বপ্ন
-তুলোশী চক্রবর্তী


ধোঁয়াময় জলের উপর
শীতের রাত নদীর ধারে
একটা মুখ ভেসে এলো
কুয়াশা ভেদ করে,


পূর্ণিমার চাঁদের মতো
তার গোল মুখ খানি
হঠাৎ দেখে থমকে যাই
এ কাকে দেখছি আমি?


সেদিক থেকে আওযাজ আসে
ভয় পেয়োনা মোরে
আমি হই সেই জন
যাকে রাখো অন্তরে ।


তোমার হৃদয়ের ক্ষত আমি
তোমার সাধনা এ জীবনের
বলেছিলে আমায় তুমি
হই প্রিয়জন তব প্রানের ।


বলতে চাইলাম তারে_
হও যদি প্রিয়জন
তবে নিয়ে যাও হাত ধরে,
কিন্তু হায়! সে কুয়াশায়
মিশে গেলো রাতের অন্ধকারে।