একটি গোলাপ
তুলোশী চক্রবর্তী


হৃদয়ে মিশে গেছে যে
রক্তিম গোলাপের সুবাস
দেহের প্রতি অঙ্গে যার
ভালোবাসার প্রকাশ
তাকে দেখলে আমার
মনে আসে শান্তি,
গৃহের মাঝে তার উপস্থিতি
দূর করে দেয় ক্লান্তি।


হাত বাড়িয়ে স্পর্শ করতে
ইচ্ছে জাগে কতো
তার বিরহে দিন গুলো তো
বর্ষ কয়েক শতো,
মন করে উকিঝুকি
পারে না যে থাকতে,
ভালোবাসি কতো তারে
পারি না যে বলতে।


শতায়ু গোলাপ সে যে
আমার প্রাণের স্বামী
নারীর কাছে স্বামীর থেকে
হয়না কিছু দামী।