বাগদেবী বন্দনা
কবি-তুলোশী চক্রবর্তী
_____________
মা গো শ্বেতবরনী বীণাপাণি বীণায় ধর টান
ঝংকারে ঝংকারে তুলো হৃদয়ে কবিতার বান,
মাঘ মাসে শুক্ল পঞ্চমীতে তিথিতে
পূজা করে সবাই তোমায় এ জগতে,
বিদ্যার দেবী রুপে খ্যাত তুমি ভুমন্ডলে
তোমার আশীর্বাদে মানব ধন্য হয় নরকুলে,
অল্প বুদ্ধি আমি মাগো ভয়ে কাঁপে অন্তর
কৃপা দৃষ্টি রেখো মাতা আমার উপর,
তোমার চরনে জানাই ভক্তিযুক্ত সহস্র কোটি প্রনাম
হে মা জননী তোমার কৃপায় মূর্খ হয় জ্ঞানবান,
যত দেবী আছে এই ব্রহ্মান্ড মাঝারে
তোমার স্থান মাগো সবার উপরে,
বাগদেবী ছাড়া মানুষ হয়ে যেতো বোবা
বাগশক্তি আছে বলেই বিশ্বে মনোরম  শোভা,
ভগবান শ্রীকৃষ্ণ তোমার পূজা করেছিল প্রথম
কৃপা করো মা আমায় আমি বড় অধম,
অপূর্ব বীণা এক থাকে তোমার হাতে
শ্বেত বর্ন হংস বাহন রযেছে সাথে,
শ্বেত পদ্মে উপবিষ্ট,শ্বেত পুষ্প মালায় তুমি শোভিত
আর নানাবিধ শ্বেত অলংকারে ভূষিত,
স্মৃতি-জ্ঞান-বিদ্যা সবই কৃপায় তোমার
মাগো তোমার পায়ে জানাই হাজার নমস্কার।