বসন্তে বাসন্তী দেবী
তুলোশী চক্রবর্তী


বসন্তে বাসন্তী নামে
দশভূজায় পূজব 
মহা আনন্দেতে,
পদ্মফুল-বিল্বপত্র
চন্দন আর পুস্পপাত্র
রেখেছি যতনেতে।
রাজ্যহারা স্বজনহারা 
চিত্রগুপ্তবংশী সুরথ রাজা_
নদীর তীরে মেধস মুনির আশ্রমে
করলো পূজা প্রথমেতে।
 মায়ের কৃপায় রাজ্য পেলো 
রাজার বাড়লো ধনেজনে,
হে কৃপা দাত্রী মা করো কৃপা
তোমার সকল সন্তানে।