বেঁচে ওঠো প্রিয় মন
তুলোশী চক্রবর্তী


বেঁচে ওঠো প্রিয় মন
তোমার কেউ নয়কো আপন,
তোমার জীবন তোমারই যুদ্ধ
হেরে গিয়েও থেকোনা স্তব্ধ ,
এ দুদিনের ভবের মাঝে
হাঁসি কান্না মেঘের সাঁজে
কোটি কোটিবার আসবে যাবে
মন তুমি তোমারই থাকবে  ,
মিথ্যে মায়ার ঘোড়ে
কেঁদে কেঁদে না মড়ে
তুমি রেখে দাও তারে
মনের অপ্রকাশ্য গোপন মন্দিরে।
জানি আমি ,মোছা যায়না ওরে
যাকে পড়লে মনে আঁখিতে জল ঝড়ে,
তবু নিজেকে না পুড়িয়ে দুঃখের অনলে
হাঁসতে হবেই তোমার প্রাণ খুলে,
  হে প্রিয় মন, বেঁচে ওঠো তুমি
তোমার চেয়ে কিছু নেই দামি।