সে যে আমার প্রানের সখা
তুলোশী চক্রবর্তী


কেউ কি জানো কোথায় সে
লুকিয়ে থাকে দিবানিশি,
কোন কাননে  বাজায় বাঁশি
 মধুর সুরে হাসিহাসি,
যমুনার কোন খেয়া ঘাটে
নাগর তরী বাইছে বটে।


কোন ডালেতে পা দুলিয়ে
 থাকে যে বসে
ধরতে পেলে তার চরণ খানি 
রাখতাম হৃদে কষে।


কেউ কি জানো কোথায় সে
নীল কলেবর মাথায় ময়ূর পাখা
কোথাও কি তারে তুমি
পেয়েছো গো দেখা?
সে যে আমার প্রানের সখা
খোঁজ দিয়োগো পেলে দেখা
সে যে আমার প্রানের সখা ।