আমি?
চেনো না আমায়
সেই যে, সেই মেয়েটি
তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে
বলতো ডেকে
কি যাবি নাকি আজকে স্কুলে?
চেনো না আমায়!
সেই যে, সেই মেয়েটি
যে যাবার সময় থমকে গিয়ে উঠতো বলে-
এই যা! বইটা যে গেলাম আনতে ভুলে।
যে বিকেলবেলা আকাশপাণে বলতো চেয়ে
ঐ আকাশের দূর পাড়েতে যাব বেয়ে
রবির আলোর জোয়ারে নেয়ে।
যে সন্ধ্যাপ্রদীপ হাতে নিয়ে বলতো
জগৎটাকে করব আলো অনেক বড়ো হয়ে।
কিন্তু কেমন করে চিনবে আমায়?
আমি যে আর নেই সে আমি
ভেঙ্গে গেছে স্বপ্ন আমার সমাজেরই বেনিয়মে
হয়ে গেছি নিঃস্ব যে হায়!
বাস্তবেরই কঠিন ক্ষুধায়।
সেদিনের সেই ছোট্ট মেয়ে
হারিয়ে গেছে জীবন ভীড়ে-
আর হারিয়ে গেছি
      'আমি'।