তোমাকে ছুঁয়েছিলাম সেই রাতের প্রতি নিষিদ্ধ ক্ষণে
ওষ্ঠে ছিল তোমার স্মিত হাসি।
বাইরে তখন বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি
তিরতির করে শীতল বাতাস বইছে শরীর জুড়ে
বাজের শব্দ বিদ্যুতের ঝলকানি
কোনো দূরত্ব রাখেনি আমাদের মাঝে
রজনীগন্ধার স্নিগ্ধ সুবাস ভরিয়ে রেখেছে ঘরটাকে
নীল আলোতে তোমার মুখটা কত সুন্দর আরও
আঙুলের স্পর্শে চুলগুলো সরে যায়
এই স্পর্শ অনেক দিনের চেনা।
বাঁধন খুলে সময়টা ছুটছে খুব দ্রুত
একটা নিবিড় অন্ধকারে বিলীন হয়ে যায় দুটো ছায়ামূর্তি।