আজ আকাশের নীচে দাঁড়িয়ে
মনে পড়ে যায় কত কথা
কত অজানা ব্যথা
আজও আছে ফুলের সেই ঝরে যাওয়া
সূর্যোদয় আর ডুবে যাওয়া
আছে চাওয়া-পাওয়ার লড়াই
আজও দখিনা বাতাস
কানের পাশের চুলগুলিকে উড়িয়ে দিয়ে যায়
আজও আছে বৃষ্টিতে ভিজে
মায়ের বকুনি খাওয়া
তবুও যেন কি নেই
হৃদয়ের কোনো অংশ যেন এখনো অপূর্ণ
বুঝলাম কি নেই, বেলা শেষের গানে
আমার সুর নেই
নেই আমার নীরবতা আর সরব চাহনি
নেই সেই আড়ি আর ভাবের খেলা
নেই সেই অকারণ হাসির ফোয়ারা
আছে শুধু এক মেকি, নকল
বানানো চলাফেরা
' শুধু তুমি নেই '।