আমি আর তুমি
ঘুড়ির লড়াইয়ে, প্রবল হাওয়ার দিনে
সঙ্গে রইত লাটাই আর মাঞ্জা,
তোমার কাঁচগুড়ো মেশানো মাঞ্জা সুতোয়
হতো বারবার ভোঁ-কাট্টা আমার ঘুড়ি।
তবুও বারবার লড়াই প্রবল হাওয়ার দিনে-


তোমার আঁচলেও তো উড়ত কতো ঘুড়ি;
কিন্তু তারা ভোঁ-কাট্টা
আমার বিনিদ্র রাতের স্বপ্নে।


এখনকার ঘুড়িগুলো হয়না কাগজের
তারা সব কাব্যের রঙ-বেরঙের।
তবু সে তোমার প্রশস্ত বৃক্ষে ধরা দেয়
যেমনটা হত প্রবল হাওয়ার দিনে।