বেশ কিছু দিন ধরেই মনে হচ্ছিল আলোচনায় এই বিষয়টা উথ্থাপন করা যেতে পারে। তবুও মনে মনে একটা ইতস্তত বোধ করছিলাম। তাই আজ অনেক দ্বন্দ কাটিয়ে উঠে কথাটা বলে ফেলাই দরকার।এখন যা পরিস্থিতি সেই অনুযায়ী, অজস্র কবিরা নিজেদের ভাবগুলির যথাযথ বহিঃপ্রকাশে্র ক্ষেত্র হিসেবে বাংলা কবিতা ডট কমকে বেছে নিয়েছেন। তাই এই তরুণ কবিদের বিশেষ উৎসাহের প্রয়োজন আছে বলে আমার মনে হয়েছে। এই উপলদ্ধী সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতালব্দ্ধ। তাই এই website-এর দায়িত্বে থাকা সকল শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তিবর্গের কাছে আমার বিশেষ অনুরোধ এই যে, যদি মাসিক বা পাক্ষিকভাবে যদি সেরা কয়েকটি কবিতার নাম বাছাই করে যদি website-এ প্রকাশ করা সম্ভব হয় তবে আমাদের মত অনেক তরুণ কবি-ই উৎসাহ পাবে নতুন নতুন সৃষ্টিতে। ধন্যবাদ।
আলোচনাটি ৫৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ৩১/০৩/২০১৫, ০৪:১৪ মি: