আষাঢ়ের প্রথম বজ্রসিঁড়িতে—
তুমি এলে, রূপসী! চুপিসারে...
বাতাসে উঠিল কদম-গন্ধ,
তোমার কেশ-চুম্বনে আকাশও ভুলে গেল কারে!
তোমার চোখে স্বপ্নের ঘনবৃষ্টি—
তবু তীরন্দাজ, হৃদয়ে করিলে হানা!
আমি ছিলাম নিরালায়—নিভৃত প্রেমে,
তুমি এলে, বাজালে বেণু—
মন মোর ভেসে গেল অজানা গীত-পথ-পানে।
তোমার চরণে বর্ষা আজ ধন্য,
তোমার হাসিতে উঠিল কদমে প্রাণ!
রিমঝিম ছন্দে বৃষ্টি গায় গান—
তোমার আঁচল বিছায় প্রেমের সন্ধান।
আমি হাতে রাখি কদম—
বলিতে পারি না ভাষায়, হৃদয় পুড়ে কয়,
"ভালোবাসি, হে গোলাপি!
তুমি না থাকিলে, বর্ষাও নিস্তব্ধ হয়—
ফুল ফুটে না, সুর বাজে না, বেঁচে থাকা হয় বৃথা!"
চলো প্রিয়া, চলো—
স্বপ্নের অমল বৃষ্টিপথে,
তুমি আমি—রিমঝিম ভালোবাসায় ভিজে
লিখে যাই কবিতা—
যার কোনো শেষ নেই, নেই কোনো মলিনতা।
তুমি থাকো—জীবন জাগে,
তুমি হাসো—আকাশে জোছনা লাগে।
তোমার প্রেমেই প্রণয় পায় দিশা,
তুমি আছো বলেই—
আমার বুক জুড়ে গেয়ে যায় বর্ষার বিশ্বরাগিনী রাশা।