আমি ছাড়া কে আছে এমন,
সবাইতো যেমন তেমন,
কাছে আসে শুধু ভালোবাসে
রাখে তোমার সব খবর।
আর আমি বেখেয়ালি তোমার থেকে দূরে,
আজ গান গাওয়া অন্য সুরে।
পাই না এর ভিড়ে খুঁজে নিলাম চাই না।
আমি কমন, সাধারন তাই না।
অনেক তো শিখলাম হে জীবন,
আজও: এই বেলায় কি শিখাবে।
এমনইতো শিখেছি বহু আগে,
শূন্যতা ফিরে এসো একলা হটাৎ।
মনে লালিত শখ হরহামেসাই জাগে,
ব্যর্থ প্রেমিক হই ক্ষণিকের তরে।
মনে পড়ে, খুব মনে পড়ে,
তোমাকেই মনে শুধু মনে পড়ে।
সমুদ্র ডাকে শিশির বিন্দু আমারে।
আকাশ থেকে আকাশের পাড়ে,
হারাই সেখানে তোমার ভাবনায়,
মনের আয়নায় ধুসর প্রান্তর,
খাঁ খাঁ চরাচর, তুমি নাই তাই বুঝি কেউ নাই।
আমি আজ মাতাল না পিয়ে সুরা,
তোমাকেই ভেবে অধরা।
ফিরেছি, ঘুরেছি যে পথে,
সেই পথ ভুলেছি সত্যি,
তাইতো অন্য পথের বাসনায় পথহারা।