ভরদুপুরে মাতাল আমি পিয়ে আকণ্ঠ সুরা,
তীব্র নীলে, রাজপথে হেটেছি অনেক;
হয়েছি দিশেহারা।
রবির ষষ্ঠাঙ্গভেদি উত্তাপে পুড়েছে এই দেহযষ্ঠি।
তবু ক্লান্তি হীন খুঁজেছে উৎসুক দৃষ্টি;
পায়নি তোমায়,
বেড়েছে কষ্ট অঙ্কের সমষ্টি।
ক্রন্দনে মম,
চৌচির অম্বর ভেঙ্গে নেমেছে বারিধারা।
মৃত্তিকা গর্ভ শুষে নিয়েছে সেই জলজ বৃষ্টি।
চাতক তৃষ্ণা বেড়েছে দুলকি চালে,
চলেছে সুদূরবর্তী;
ইতিহাসের পাতায়-
চেতনারা পাথর চাপায় বিলিন হয়েছে।
তথাপি নিখিল ধরায় দীর্ঘশ্বাসটুকু;
আজও বাতাসে মিশে রয়েছে।
হৃদয়বিদারী অরুন্তুদ নিনাদ;
সে যে দুর্নিবার।
ক্ষিতিধরে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে অনিবার।
সমুদ্র ফেনিল অতল অপারে,
ধ্বংসের মহাপ্লাবন সাধিয়া,
বিচ্ছেদ কাতর অভিসারে-
হে দয়িতা,
খুঁজে ফিরে আজও তোমারে।