কোথায় চলেছো আনমনা অভিমানে।
দাড়িয়ে মনের দুয়ারে ডাকছি মনে মনে।
মনের ডাক শুনতে কি পাও তবে?
আমার মতো কি তবে তুমিও ভাবো বলো,
নইলে কেন চমকে, কেনইবা থমকে চলো,
ক্লান্তিবিনোদনে হারাও হৃদয়গহন অরন্যে।
বেলা প্রহরে, গ্রীষ্মের কাঠফাটা রদ্দুরে,
যমুনার পাড়ে দাড়ায়ে উদাসী হাওয়ায়,
কোন সে চিন্তাকুলের খেয়া বাওয়ায়,
শিশিরকণা জল টলমল চোখ জুরে।
এইযে মেয়ে শুনছো, একটু দাড়াও,
ছুতে চাইছি তোমার মন।
ছোব তোমার চোখের কোণ।
চাইনা ছুতে শরীরের ভাজ, মুখটি শুধু বাড়াও।
শোনো, আমার দিকে ফিরে তাকাও।
কিছুই বলবোনা হয়তো শুধুই নিশ্চুপ চেয়ে রবো।
বলছিনা মোটেও যা কিছু তোমার চাওয়া সবই তোমায় দেবো।
অন্তত তোমার চোখের কোণের বিষাদশুণ্যতাটুকু মুছিবারে দাও।