তোমাকে দেখতেই হৃদয়ে বেজে উঠল এক মধুর সংগীত,
তোমাকে পাওয়ার আশায়,
নশ্বর দেহের রক্ত চাপ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলো।
মন বললো চাই, না পেলে যে আজ নিজেকেই হারাই।
মন প্রস্তুত, ভবে থাকিব কি থাকিব না, সে নির্ভর করছে তোমার উপর।  
আমার হৃদয়ের প্রতিচ্ছবি বোঝানোর জন্যে বলছি,
আমার কাছের সম্মুখের রাস্তাটা অদ্ভুত লম্বা গোল হৃদয় সদৃশ্য লাগছে।
টয়োটা, ল্যান্ডরোভার, রিক্সা, ট্রাক, বাস, টেম্পো সবই তোমার মতো, আমার দিকে তাকিয়ে ভেঙ্গচি কেটে চলে যাচ্ছে গন্তব্যে।
চায়ের কাপে তোমার প্রতিচ্ছবি ভাসছে,
প্রচণ্ড ভালোলাগা হয়ে আমার দিকে তুমি ধেয়ে আসছো।
সকালের ভাবনায়, দুপুরের খাবারে,
বিকেলের লঘু মেজাজে, রাত্রির ঘুটঘুটে আঁধারে।
ঘুমের বারেটা বাজাতে তুমি আসছো,
যেমন তেমন রাত কাটছে ঘুমহীন জেগে,
আমার হৃদয়ে বইছে এক প্রবল ক্ষড়স্রোতা নদী,
সেই নদীতে তুমি দ্বন্দ্ব খেয়ায় ভাসছো, আর হাসছো।
নির্ঘুম রাত্রি শেষে, তোমাকে না বলা কথাগুলো,
চোখের নিচের ভাঁজে লুকিয়ে, সুর তুলছে নয়নে।
মস্তিষ্ক বললো প্রেম হয়েছে,
তুমি বললে দূরছাই এতো পাগলামি, মনোরোগ হয়েছে।