হৃদয়ের দরজায় কড়া নাড়ে কে?
কে মোরে নিশিদিন ডেকে যায় ভাবনার জালে।
ফিসফিস করে কে কথা বলে এই তৃষিত মনের সাথে।
কার হাতছানি মনেরে করে উতলা।
ভেবে ভেবে মরি আমি একলা।
ভবঘুরে এই আমারে বাধতে চায় বাহু ডোরে।
কিনতে চায় ভালবাসার জোরে।
কার নূপুরের শব্দ এই বুকে বাজে।
শুনতে পাই তার পদধ্বনি সকাল দুপুর সাঁঝে।
ছন্নছাড়া জীবনেরে সাথি করে।
বাধতে চায় ছোট্ট নীড়ে।
শুনি তবু শুনতে চাই না।
বুঝি তবু বুঝতে চাই না।
তাই বুঝি সে চলে যায় অভিমানে আমারে করে শুন্য।
স্মৃতির জানালায় রয়ে যায় তার পদচিহ্ন।