শীতার্ত মনের উষ্ণ স্মৃতিপথে,
কষ্টের দুলুনিতে দুলতেম আমরা,
দোলনা ছিড়েছে কবেই,
ব্যথা বেড়েছে আরো,
কিছু আসে যায়নি কারো।
কথা ছিল এমনভাবে,
পানকৌড়ি সেজে ডুববো জলে,
মীন শিকারের ছলে।
ভুলে থাকা কৌশলে।
সলিলে আর কিসের ভয়, পাবো নিশ্চয়,
তোমারে কোন এক ঝড় বৃষ্টির উৎসবে।
তবু যখন এলে অবেলায় ভিজে এক-সা একাকী বেশে,
যেন অবশেষে, এমনি কথা ছিল কি!
চিরনন্তন প্রেমের পরশে ছুতে গিয়ে হাত,
শীতল বক্ষে আছড়ে পড়ে শীতল আঘাত।
এমনি কি কথা থাকে,
এমনি সংঘাতে, জরাবো দুজনে।