ও মেয়ের প্রেমে যে মেঘের ঘ্রাণ।
আজ মন হারাতে,
ওই মনের গহীন দেশে,
উচাটন প্রাণ।
আঁখিতে সে আকাশ ধরে-
জড়ায়ে বাঁধন কাঁটা চুলের প'ড়ে,
হেসে উঠো কে তুমি নারী,
পরনে নকশি আঁচল শাড়ি।
রিনিঝিনি চুড়ি বাজায়ে বাহুযুগলে,
ধ্বণিত মূর্ছনা বাতাসে ছড়ালে।
শিল্পির তুলি থমকে চেয়ে থাকে।
সরব সুন্দরে প্রকৃতিও হাসতে শেখে।
শীতার্ত রাতে,
রুপ জ্বলে আগুন হয়ে।
উষ্ণতা পাই,
পাই আঁধারে আলো।
শুদ্ধ পরাণে পূণ্য লাগে।
মৃদঙ্গ বাজে হৃদি মাঝে।
সুর হয়ে অন্তর আননে গীতি।
ভুলায় কাজ,
ভুলি চলাচল রীতি।
সুন্দর সখি, নয়নে রাখি,
ছায়াবিথী ধরে হেটে চলেছি,
তব সুন্দরের দিকে।