তুমি তৈরি থেকো আমি আসছি,
নীল শাড়ি পড়ে দাড়িয়ে থেকো বাতায়নবর্তিনী।
নয়ন যাবে যতদূর আমি থাকবো তোমার দৃষ্টিপথে জরায়ে।
যদিও আকাশ মেঘলা, হাওয়ার জোরও বেশি,
উড়বে আঁচল, উড়বে কেশ, লাগবে বেশ, ক্ষতি কি!
হারাবো দুজনে, প্রকৃতিজ বিজননে, খুঁজিব প্রসূনে,
নিশ্বাসে নৈবেদ্য ছড়াবো কূজনে, ক্ষতি কি!
তুমি শুধু তৈরি থেকো আমি আসছি।