জানালার পাশে তুমি আর আমি
দেখছি আকাশের চাঁদ খানি
কতই না লাগছে ভালো
আমার হাতে তোমার হাতখানি


ছিল যত আমাদের স্বপ্ন
ছিল যত আমাদের আশা
পূরণ করব
দিয়ে আমাদের ভালোবাসা


হাতে হাত রেখে
কাঁধে কাঁধ রেখে
বেসেছি তোমায় ভালো
যতই আসুক না কেন কালো
বেসেছি তোমায় যে ভালো


তুমি ছিলে পাশে
ভয় আবার কিসের
তুমি যে ছায়া হয়ে আছো
এটাই আমার সার্থক জীবনে
যে তোমায় ভালোবেসে


পাশে যদি থাকো করব জয়
থাকব সুখে বাসবো তোমায়
জীবন দিয়ে আড়ালে,ভালোবেসে যাব তোমারে


ভাবিনি তোমায় পেয়ে যাব
তোমার কাঁধে মাথা দিয়ে
সুখ নিয়ে মরে যাব


জানালার পাশে তুমি আর আমি
কতই না দেখেছি স্বপ্ন
ভর হতেই কেন জানি
হয়ে যায় সব কিছু নষ্ট
তার জন্য কতই না পেয়েছি কষ্ট
আমি দূর থেকে বেসে যাব ভালো
সে স্বপ্নের জানালার পাশ থেকে
যখন পরবে জ্যোৎস্নার আলো