আমার জীবনে প্রথম প্রেম ছিলে তুমি
তোমার জীবনে আমি
আমাদের মিষ্টি প্রেমের স্মৃতিগুলো মনে হয় যেন
শিল্পীর তুলিতে আঁকা কিছু রঙিন ছবি
যেখানে প্রতিটি স্মৃতি সেজে আছে তার প্রিয় রঙে
যদিও বিরহের নীল রঙ ছিল
তবে বিরহ আমাদের কখনো ছুঁতে পারেনি
পারেনি আমাদের রঙিন স্মৃতিকে তার পছন্দের রঙ নিয়ে খেলা


কাশ ফুল হাতে নিয়ে তোমার কাঁধে মাথা দিয়ে
শরৎ এর আকাশ দেখা
কখনো বা ঝরণা ঝরে আশা পানিতে
দুজনে পা ভিজিয়ে বসে থাকা
কখনো শীতের সকালে একই চাদর গায়ে দিয়ে
ভেজা ঘাসে হাঁটা
আবার কখনো তোমার প্রিয় রঙের শাড়িতে
কপালে ছোট্ট একটি টিপ
দুজনে দূর এক অজানায়
স্মৃতি খুঁজে বেড়ায়
বৃষ্টি ভেজা তোমার কেশ
সন্ধ্যা নামার সূর্য, লাগছে কি অপূর্ব
হুট করে বলে উঠতাম
বড্ড ভালোবাসি ওগো!


এই রঙিন স্মৃতিতে জানি পরে না আঁধার
উপর ওয়ালার কাছে দোয়া রইলো
আমাদের ভালোবাসার


আমার জীবনে প্রথম প্রেম ছিলে তুমি
ভালোবাসার রঙিন স্মৃতি ছিলে তুমি
রঙধনু রঙ ছিল
সুন্দর ছিলে তুমি
আমার ভালোবাসার রঙিন স্মৃতি ছিলে তুমি


এই রঙিন স্মৃতিতে জানি পরে না আঁধার
উপর ওয়ালার কাছে দোয়া রইল
আমাদের ভালোবাসার।