"ভাওয়াল গাজীর" "চেদী" জয়ে,ভাওয়াল পরগনা।
শীতলক্ষ্যা আর ব্রক্ষপুত্রের,বর্নিল রচনা।৷


তুরাগ,বংশি,বালু,বানার,চিলাই,গারগারা।
কত জাতির মানুষ এসে,মিললো এক ধারা।।


গাজীপুরে গাছের মেলা,শাল-গজারী কাঁঠাল।
ফলের রাজা মহা মজা,যদিও সে আঠাল।।


আম লিচুতে বাগান ভরা,গড়া শান্তনীড়।
ভিন এলাকার লোক বসতি,বাড়িতেছে ভিড়।।


কারখানা সব উঠছে গড়ে,নিয়ম-নীতি ছাড়া।
পরিবেশ তাই বিপন্ন আজ,হচ্ছে শ্রী হারা।।


বন টিলা আর প্রকৃতিতে ভাওয়াল-গাজীপুর।
ঢাকার কাছেই নয়নাভিরাম,নয়তো বেশি দূর।।