কবিতা ঐশ্বরিক! কবিতা স্বাধীন!
সে চেনে না কোন নিয়ম,মানেনি কোন দিন!!


ছন্দ ভরা ছড়া-কথা,ব্যথা-বেদনার ঝাঁপি,
উগলিয়ে দেয় সুহৃদ মনে,জন জনে দেয় সপি!


কবি'র মনের চিন্তা-ধারা,কষ্ট প্রেম আশা,
কয়জন খুঁজে মর্ম বাণী,বুঝে মনের ভাষা!


কর্ণসুখে শুনে কেউ বা বর্ন পড়ে মুখে,
কবি'র লেখা গুমরে মরে,শুভ্র কাগজ বুকে!


জসিম নজরুল রবি মাইকেল ফররুখ দিয়েছে শ্রম,
জেগেছে কি আপামর জনতা,কেটেছে কি ভ্রম?