হুক্কা খাওয়া মুসল্লী'র, বিড়ি খাওয়া ইমাম!
কাকে তুমি ভেজাল বলবে, কাকে দিবে ইনাম?
সবাই চলে নিজ গতিতে, নিজের মনের মত!
কত-কত অসংগতি, ভাবনা শত-শত!!
বিবেক করে বাক্সবন্দি, সন্ধি করে চলি!
স্বার্থের তরে আমরা সবাই, দামড়া হোলি খেলি!!


সাম্য'ই তো কাম্য ছিলো, জগৎ মানবতার তরে।
তবে কেন অবিচার, সমাজ-বিশ্ব ঘরে?
কেউ খাবে  নাক ডুবিয়ে, কেউ কেন চেয়ে রবে?
এক স্রষ্টারিই যদি তৈরি সবাই, ভেদাভেদ কেন তবে??


দরবেশ সেজে লম্বা দাড়ি, কাড়ি-কাড়ি টাকার পাহাড়!
দুর্নীতি'কে কেন ভাবছো তুমি, অতি পুষ্টিকর আহার?
সবার মতো তুমিও একদিন, যাবে কবর তলে!
কোটি মানুষ কাঁদিয়ে কেন, ভরছো তোমার থলে?
সৃষ্টির সেরা মানুষ তুমি, বিবেক করো জাগ্রত।
দেখ চক্ষু -মন-কান পাতিয়া, মানবতা কেন আজ আহত?


তুমি আমি সে, আরও আছে মানুষ যত।
নিজেই নিজের জাগালে বিবেক, সারবে সমাজ ক্ষত।।
যদি শিষ্টের করি পালন সবে, দুষ্টরে পায়ে দলি।
সমাজ-রাষ্ট্র সুন্দর হবে, অন্যায় যাবে চলি।।


চলো সবাই স্বার্থপরতাকে দেই বলি।
চলো সত্য ও ন্যায়ের জন্য হোলি খেলি।।