আজও প্রাণকাকলী অন্তবিহীন,হাঁসেন প্রাণ খুলে,
কাশবনের শুভ্র আভা গোঁফ দাড়ি ও চুলে।


নয়াগাঁও ঢাল মিলেছে,বুড়িগঙ্গার জলে,
"কবি নিবাস" নির্বিত নীড়,নির্জনতা মিলে।


রবি কবি,লালন আমি দেখেনি চোখে ভাই,
বারহাট্টা-কাশবনের,এইতো লালন সাঁই!


দীর্ঘদেহি সাধক পুরুষ, গরিমা বিন্দু নাই,
মানবতা আর মানব সাধন,ভাবনা'ই শুধু তাই।


কবি কবিতে মুগ্ধ হয়ে,কাটিয়ে বিকেল বেলা,
"কবি নির্মলেন্দু গুণ" প্রণাম তোমায়,চলুক কবিতা খেলা।


তোমার লেখনীর ধারে কেঁপেছিল কত স্বৈরাচারের গদি!
সন্ত্রাস আর দুর্নীতি নিয়ে,এবার লিখতে যদি।।