কি অবলীলায় হার মেনে যাই আমি তোমার কাছে,
কি অদ্ভুদ তোমার শক্তি!
স্ট্রিফিংসের ডানায় ভেসে আমি পাড়ি দিয়েছি সহস্র কোটি বছর-
কই, আমি তো কোনদিন এমন কোন সৃষ্টি দেখিনি!
আমি বছরের পর বছর অপেক্ষায় থেকেছি, কেউ আসবে বলে
কই, কেউতো কোনদিন আমাকে মমতার বাঁধনে বাঁধেনি!
কিন্তু, হঠাত, কোথা থেকে যেন ভেসে এল মুয়াজ্জিনের আজান-
আমি ভুমিষ্ঠ হলাম...
সমগ্র পৃথিবীকে যেন জানান দিতে আমি চিৎকার করে উঠলাম
ঠিক তখনই, একজন মমতাময়ী আমাকে তার বুকে চেপে ধরলেন।
আমি কি তাকে চিনি?
আমার সৃষ্টিকর্তা কি আমাকে বলেছিলেন, তিনি কে?
আমি অবাক হয়ে তার ভালোবাসার মাঝে ডুবে যেতে রইলাম!
এরপর জানিনা, কি হল আমার,
পরম মমতায় বড় হতে হতে হঠাত একদিন শুনতে পেলাম,
কেউ ডাকছে আমায়-
বলছে, "ভাইয়া আমাকে চকলেট কিনে দিবি না?"
আমি তখনও কিচ্ছু বুঝিনি, শুধু বুঝেছিলাম আমি যেন মাতৃত্বের আরেক রুপ দেখছি
খুনসুটি আর ভালোবাসার মাঝে বড় হতে হতে কবে যেন ,
কাজল কালো চোখের এক তৃতীয় নারী আমার জীবনে এল!
কি অদ্ভুদ তার মায়া! কি যেন অদ্ভুদ এক নেশায় ডুবে গেলাম আমি!
আর এই মুগ্ধতায় ডুবে যেতে যেতে আমি দেখলাম আমারই এক অংশ,
যে আমাকে বলছে, "বাবা আমাকে স্কুলে নিয়ে যাবে না?"
আমি আবার ডুব দিলাম এক অপার স্নিগ্ধতার মাঝে!
যেখানে আমি দেখতে পাই তোমাদের রুপ- এ কেমন সৃষ্টি তুমি?
কখনও মা, কখনও ভগ্নী, কখনও কন্যা, কখনও সহধর্মীনি!
কে তুমি? আমি কি চিনেছি তোমায়?
আমি জানতে চাই তোমায়!
কতগুলো জনম পেলে আর ঠিক কতবার ভূমিষ্ঠ হলে আমি খুজে পাবো তোমায়?
ঠিক কতবার প্রশ্ন করলে, তুমি উত্তর দেবে আমায়!
কোনদিন কি আমার সৃষ্টিকর্তা আমাকে জানাবেন, তুমি নারী, তুমি জেগে আছো সেই আদি থেকে-
আমায় জড়াতে তোমার ভালোবাসায় আপন করি...