ফালতু কথায় কান দেওয়ার পর-
নাক থেকে নেমে এলো চশমা,
গলা থেকে রুদ্রাক্ষমালা, পৈতা।
টুপি-পাঞ্জাবি গায়ে চাপিয়ে-
মোসলমান হয়ে গেলো ধীরেন দা।
বউদি বসে গেলো জায়নামাজে তজবি নিয়ে।


মহল্লার মধ্যে হৈ চৈ শুরু হয়ে গেলো।
চামড়ার জুতা ছুড়ে ফেলে দিলো দিলু মৃধা।
মোল্লাদের হাতে উঠে এলো সিঁদুরের কৌটা।
স্ব স্ব স্ত্রীদের সিঁথিতে সিঁদুর দিয়ে-
ধুতি পরে নিলো সব ওলামা একরাম।


ফালতু কথার উপর এভাবেই চলতে থাকলো
তারপরের জাতীয় কি ধর্মীয়- তাবৎ সব দিনগুলো।
।।
২৪/০৮/২০১৮
আমবাগান, মগবাজার।


"#এক_বৈয়াম_দানাদার_চেতনা" থেকে।