কিছু ভাববো না, কিছু ভাববো না,
না, আর কিছুই ভাববো না
যে করে হোক চিন্তাশূন্য হয়ে যেতেই হবে
এমনটা ভাবতে থাকলাম এক মনে,
চোখ বন্ধ তখন-
আর কখন যে ঘুমিয়ে পড়লাম ভাবতে ভাবতে।


তারপর দেখি একদল কিশোর খেলছে
যাদের কোনোদিন খেলা হয়নি-
বল, মাঠ অথবা পায়ের অভাবে।
একদল হাটুরে হাট করে ফিরছে
যারা কোনোদিনও হাট করেনি-
ঘর, সংসার অথবা পয়সার অভাবে।
একদল তরুণী সেজেগুজে বেরিয়েছে
যারা কোনোদিনও ঘুরতে বেরোয়নি-
সাজঘর, প্রসাধনী অথবা সময়ের অভাবে।


এমন অগণিত -নাই নাই- দলের মানুষ একসাথে
এতো মানুষ পৃথিবীতে ছিলো না কোনোদিনও।
হাসাহাসি, হৈ চৈ, কান্নাকাটি, চিৎকার, চেঁচামেচি শুনে
চোখ মেলে দেখি- আমি হাশরের মাঠে।
।।
০৮/০৫/২০২০
তুষার অপু
মহাখালি, ঢাকা