আমি তালায় অতোটা বিশ্বাসী নই;
যতটা ভরসা করি ছিটকানিতে।
এখানে বলে রাখা ভালো-
যখন আমি ভেতরে থাকি,
ঘরের অথবা ঘরের মধ্যকার ঘরের।
কয়েলের ধোঁয়ায় আমার চোখ জ্বলে;
এবং অনিরাপদও।
তাই আমি মশারিই বেছে নেবো।
এসব সময়ে অর্থাৎ ঘুমাবার আগে-
আমি যথেষ্ট সচেতন।
যদিও ডিজিটাল যুগে মশারি লাগে না।
কারণ আমাদের বেলুন বেলুন ভালোবাসা
জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
.
আমি চুমুতে অতোটা বিশ্বাসী নই;
যতটা আগ্রহী হই আপনার ঠোট দেখে।
এখানে বলে রাখা ভালো,
শুধুমাত্র আপনার ঠোটেই আমি চন্দ্রবিন্দু দেই না।
কারণ আপনার ঠোটে আগে থেকেই তিল আছে।
এবং যথেষ্ট মিল আছে-
সিগারেটের সাথে, ওটাও ঠোঁটেই চেপে থাকে;
শরীরে আগুন আগুন উত্তাপ পেলে।
এসব ক্ষেত্রে অর্থাৎ ফিল্টারে চুমু দেবার আগে-
আমি যথেষ্ট সচেতন।
অবশ্য দিলে এই চুমুতে একটা দিয়ে দেওয়া যায়,
যদিও চুমুতে চন্দ্রবিন্দু লাগে না।
তবুও এস্ট্রেটা খুঁজে ঠিক হাতের কাছেই রাখি।
সুরক্ষার প্রশ্নে অন্তত ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
।।
তুষার অপু
০৯/০২/২০১৮
আমবাগান, মগবাজার।