আমি বসে আছি- বসে আছি বদ্ধ ঘরে
আর সকল অবসরে- ভাবনারা ঘিরে ধরে
যখন আমার এমন ঘোর ঘোর ভাব,
একটা অপষ্ট চেহারা আমার চোখে, কল্পনায়।
ঈশ্বর হবেন বোধহয়।
কল্পনায় মানুষ পুড়ে গেলে ছাই হয় হয়তো
হয়তো কেউ আমাকেও কল্পনায় পোড়ায়...
আমিও ছাই হই কারো ভাবনায়।
.
কল্পনার কী অদ্ভুত ক্ষমতা- যাচ্ছে ইচ্ছে তাই
গাছপালার সাথে মানুষ বেঁধে ঝুলিয়ে পুড়িয়ে ছাই।
।।
২৫/০৩/২০২০
মহাখালী, ঢাকা