ফুটপাতে একদিন, কুকুরের কোমরে সুড়সুড়ি দিয়েছিলাম।
কুকুর আমাকে কামড়ে দেয়নি। কুকুরটা কুকুর
অথবা আমিটা মানুষ হলে নিশ্চয়ই দিতো।
আমি কুকুরের স্তনে সুড়সুড়ি দিয়ে
"সাইডে চাপ" জাতীয় ইঙ্গিত করেছিলাম।
কুকুর কামড় দেয়নি, কসম-
কুকুর আমাকে কুকুরের ভাষায়
"বাঞ্চোদ" বলে গালি দিয়েছিলো।


এরপর থেকে আমার বিছানায় কুকুর ঘুমায়,
আর আমি ফুটপাতে।


হাতিরপুর বাজার, ঢাকা।