শব্দ খুঁজতেছি- অবিরাম পাঁঠাদের মতো
নিজেরেই গালি দেবো। সুশীল, সুশীল মন-
ফাঁক পেলে যাতে উঁকি না দেয়, বেশ্যাপাড়া।
শীৎকারে পাশে, রাতে হাহুতাশে ক্রিয়ারত-
শয্যা ছেড়ে বেমালুম ঐপথে করেছে গমন
যারা- তারাই ভালো এখানে; বোকারা ছাড়া।
ঘৃণাও- ভালো। আর যে কবিতার শরীর নীল-
বেদনায়, তিনবেলা; কোনখানে তার ক্ষত?
খুঁজতে গিয়ে দেখি- সঙ্গমপথ পিচ্ছিল।


রাতে শুয়ে খাটে- মানে যে নারী গতর খাটে
তার জন্য বেলোয়ারি দিন, ঘুণেধরা শ্বাশত।
মিথ্যেই যেখানে সত্যের দু’গাল চাটে
সেখানে নটীর পা ধরে দুটো গালি চাই-
গায়ে মাখাবো, যুতসই। বঙ্গদেশ ও আমিসহ
আমরা- যতটা মিথ্যেকে মিথ্যে বলি অহরহ
শরীরের তলে চেতনা চাপা পড়ে ততটাই।
।।
২০/০৯/২০১৮
আমবাগান, মগবাজার।


"#এক_বৈয়াম_দানাদার_চেতনা" থেকে।