সাজে বৃক্ষ, সুশোভিত করে তারে ফল
লেবু গাছে ঝুলখায়, প্রজাপতি দল।
হাসি হাসি পেয়ারায়, মায়া লেগে যায়
তোর মধু লুটে নেয়, কোন ভোমরায়?
কেবা আসে কেবা যায়, ধরে কত ফুল
আমি কেন ধরি, কাক তাড়ুয়ার ছুল?
জল আসে জিভে তার, দেখে টক ফল
ওত পেতে থাকে কত, যুবকের দল।


মমি হয়ে দেখি আমি,থাকে কান বন্ধ
নেই মুখে বুলি কোনো,সেজে থাকি অন্ধ
পড়ে জল টুপটাপ, ভিজে যায় আখি
রেখে রাগ চুপচাপ, বৃক্ষ হয়ে থাকি।
খুলে দ্বার বারবার, চোখ মেলে রাখি
বসে যদি ডালে মোর,কোনো টিয়ে পাখি।


                      ১৮/০৬/২০১৫