তোর জন্য যতটা চোখের জল ঝরিয়েছি আমি
অন্য কারোর জন্য হয়তো ততোটা ঝরাই নি,
আজ মনে হচ্ছে নোনতা জলটুকুই বুঝি বিফলে গেল
আমার।
ইস!সব জল যদি জমা করে রাখতাম,
আজ হয়তো কয়েক টন লবন হতো।
যা হাটে বিক্রি করে কিছুদিন নিশ্চিন্তে
অবসর সময়ে কাব্য লিখে যেতাম।
আর জল ঝরাব না আমি, অনেক ঝরিয়েছি,
একটা লবন ফ্যাক্টরিও বায়না দিয়ে গেছ গত
মাসে।
এবার থেকে সব নোনতা জল তুলে রাখবো।
তবু তোর জন্য এক ফোঁটা জল নষ্ট করবো না আর।