দুটি ল্যাম্পপোস্ট স্থান বদলে নেয় নিজেদের মধ্যে,
একটি নারী হয়ে উঠে আসে শার্টের কলার বেয়ে।
হাতের স্পর্শে অন্ধের চোখও তখন দেখতে পায়-
আগুন আগুন আলোর উপর আলোর সমাপতন।
মুখ থেকে দলা দলা ধোয়া এসে জড়ো হয় চোখে,
চোখ সরিয়ে নিতেই আলগোছে ছুঁয়ে যায় গাল।
তবুও হাল ছাড়ে না- তবুও হাল ছাড়ে না
ল্যাম্পপোস্টে হেলান দিয়ে শুয়ে থাকা পাগলটা;
কাগজকে টাকা ভেবে গুনে যায় বিরামহীন।
আর পাগলীটাও ভুলে যায়, বিশেষ করে ভুলে যায়
তারও এসেছিলো একদিন পালাক্রমে সোহাগ রাত।
.
অথচ কামড়ের দাগ মোটেই চুমুর মতো নয়;
আর রাস্তার কুকুরগুলো কতই না ভুখা!
স্যান্ডেলও চাবাতে ছাড়ে না, চামড়ার গন্ধ পেলে।
।।
০৪/০৪/২০১৮
আমবাগান, মগবাজার।


"#এক_বৈয়াম_দানাদার_চেতনা" থেকে।