তুমি ভেবেছিলে অরণ্য, আমি বলেছিলাম ঘাস
বহুকাল আগে যখন এগুলো ছিলো দানাবীজ
মুখোমুখি বসে আমরা, টি-টেবিলে কাপ-পিরিচ
অরণ্য নাকি ঘাস? দীর্ঘক্ষণ চললো এমন বাহাস।।
শেষমেশ আমরা কিঞ্চিৎকে বহু ভাবতে পেরেছি
আর জেনেছি সম্ভাবনা কিঞ্চিৎ মানেই বহুলাংশ,
অঙ্কুরোদগমই যার সত্য উদাহরণ; আমরা বুঝেছি-
বৃক্ষের শরীরে কতটুকু কাঠ আর কতটুকু মাংস,
পাতায় পাতায় কেন এতো বিস্ময়, এতো কৌতুহল!
অবশেষে জেনেছি তুমিই ফুল-পাপড়ি; সুশৃঙ্খল।
।।
আমবাগান, মগবাজার
২২/০৫/২০১৯