নারী? না, সে তো এক রহস্য!
তবু কতবার ভেবেছি —
“নারী হল শয়তান,
মোদের ধ্বংসের তরেই জন্ম তাদের।”
সে ভালোবাসার নামে পুড়িয়েছে স্বপ্ন,
চোখে তাকিয়ে ছুঁড়ে দিয়েছে ছুরি।

আমি কেঁদেছি, ভেবেছি — সব নারী এক,
তাদের হাসিতে লুকিয়ে বিষ।

কিন্তু একদিন বুঝলাম —
আমি তো নিজেই ছুঁয়েছি আগুন,
জানতাম সে পোড়াবে — তবু কাছে গেছি।
নারী শয়তান নয়,
সে হয়তো আয়না —
আমার ভেতরের অন্ধকারটাই ফিরিয়ে দিয়েছে!