অমৃত বিষকাটা
   - তৈয়বা মনির

অসুরের মন্দিরে অনুভবে প্রেমী
বিষাক্ত কাটায়ও স্বর্গীয় পরশ দাও
প্রেমময় মন্দিরে অনুভবে নাশিনী    
অমৃতের ডালায়ও বিষকাটা সাজাও  
মনোমন্দিরে নিভৃতে একা  
মগ্ন মননে পিয়ো মহাকালের সুরা  
একি আবেহায়াত
নাকি বিষাক্ত আতশি  
উপলব্ধিই যার একমাত্র ভেলা  ।  
তুমি মহাকালের প্রান্তরে পদচিহ্ন এঁকে -  
প্রেম মায়ায় মন জুড়াও ক্ষণিক ভালোবেসে    
তখনো হৃদয়ের গভীরে অনুরণনে  
গন্তব্য ইশারা দেয় অনন্তের পানে
বন্ধ করো আঁখি নীড়  
বন্ধ করো মনের খোলা দ্বার
মগ্নচৈতন্যে মনোমন্দিরে একবার তাকাও
দেখবে -
সৃষ্টিতে তুমি অমিয় ধারা  
ধ্বংসেও প্রলয়ঙ্করী, দিশেহারা  
তুমিই প্রেমী তুমিই নাশিনী
জন্ম-মৃত্যু নিয়ে একই বৃন্তে
দ্বৈত সত্তায় খেলো উদ্দাম নৃত্যে  
তুমি উন্মাদ -
অমৃত আর বিষ পেয়ালা হাতে
চেয়ে দেখো -
হৃদয়ের গভীরে ওলট-পালট ভাঙচুর
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়    
নরকের অনলেও সাজাও স্বর্গের বাসর  
স্বর্গের আকরেও ঢালো নরকের ফাঁপর  
তুমিই অমৃত প্রেমময় সুরা  
তুমিই বিষাক্ত বিষম জ্বালা  
বোধের অভাবে যা তুষের অনল
সদ্ভাবে তা'ই আবার নন্দনকানন  
বোধেই অনন্ত সত্য অনুভব  
বোধেই কাফের তুমি
ইবলিশ নিরব  ।