শোনো, ঘুম দাও
তোমার জেগে থেকে আর নেই কাজ
তুমি ইট প্রস্তরের ফাঁকে নিজেকে বুনলে
এফোঁড় ওফোঁড় গোঙ্গানি কারো শুনলে?
শব্দ তোমার তেমনি আড়াল শহরে
সারাদিন কত গালে জোর দিয়ে হেসেছো
বাকিসব আবেগ ঘনায় রাত দ্বিপ্রহরে
দেখো, তোমরা কেমন যন্ত্র হয়ে এসেছো
পাপড়ি আড়ালে দুই চোখ কেন কাঁপে আজ?
শোনো, ঘুম দাও
তোমার জেগে থেকে আর নেই কাজ।


রাত পেরোলেই বেরিয়ে পড়বে উজানে
পিছে শখ-রং দুহাত ভরে ডাকবে
তাও ছুটে যাবে কত রতন মানিক পিছু
পেয়ে গেলে তোমার আর কি করার থাকবে?
তোমার রঙিন হবে নামফলকের চারপাশ
পাবে শত মুখোশের শত নিষ্প্রাণ গাল চুম
সাঁঝে বাড়ি ফিরে আয়নাতে কার দেখা পাও?
দেখে কাজ নেই, চাই সুন্দর এক রাতঘুম।


দারোগা রুটিন দড়ি-হাতকড়া নিয়ে টহলে
নিজেকে ছেড়ে পালাতে গেলেই বুঝবে
তুমি আর আমি হারিয়ে গেলে শহরে
নামফলকেরা জ্বলজ্বল করে খুঁজবে
কি জ্বালা!
জেগে থাকা এত নিরস - তা কে জানত?
তবু সারারাত ভেবে ভোর সুরুযের দেখা চাও
থাক! নিজেকে টেনে হররোজ তুমি ক্লান্ত
জেগে কাজ নেই, শোনো, চুপি চুপি এক ঘুম দাও।