ঘুম হইতে জাগাইয়া দিও না আর
ভাঙ্গিও না মোর স্বপ্নের কারাগার
দাও না সেই মিথ্যা রাজ্য হেরি
দেখিব যখন হোক না একটু দেরি


হয়তো সেটা! হোক বা অবাস্তব
স্বপ্ন সম হয় না কিন্তু তায়
বাস্তবতা সুক্ষ কঠিন সব
কঠোরতাই করিবে তার সহায়


আমি তো সেই কোমল মতি ছেলে
চাক্ষুষ করবো বাস্তবতা সম?
তার চেয়ে বরং মিথ্যা রাজ্য পেলে
ঘুচাইবে ক্ষন, করিবো তোমায় নমঃ


জিজ্ঞাসি তোমায়, কি করিব জাগিয়া?
ভক্ষণ তবু করিতেছি সর্ব ক্ষন
ত্যাগ টুকু ঊহ্য ধরিয়া নিয়া
বাকি রহিল চিত্ত বিনোদন


জানি তুমি বলিবে, "বিদ্যার্জন?"
কিন্তু ইহা কেবল অপচয়
আমি তো ইহা দিয়াছি বিসর্জন
বুঝাইব তোমায়, আমি তব নির্ভয়


কি হবে এই করিয়া জ্ঞানার্জন?
পরিশেষ খানি ভাবিয়াছ কিবা তায়?
শেষ তাহার কেবল চাকুরি অর্জন
পরের চাকর? মোরে কি তা মানায়?


পড়িয়া পড়িয়া চড়িব ঘোড়া-গাড়ি!
চাকর হইবার হেতু এতো শ্রম??
সেই সাধনা দিয়াছি এবার ছাড়ি
তুমিও এইবার কাটাও তোমার ভ্রম


না ভাবিয়া বৃথাই এই কর্ম
করিবে মোর পরিশেষ টুকু কালো?
গভীরে ইহার বুঝিবে তুমি মর্ম
তার চাইতে মিথ্যা রাজ্যও ঢেঁড় ভালো


সুখনিদ্রা মোর বানায় প্রতি রাজ্য
সত্যসম মিথ্যায় সে গড়া
বাস্তবাতা এখানে কেবল ত্যাজ্য
এ রাজ্য যেন মায়াঘেরা কোন ধরা


দরকার নেই বাস্তবতার ভয়
জীবন-সম কুরুক্ষেত্র রণ্‌
মিথ্যা রাজ্য করিব সদা জয়
মোর স্বপ্ন করিব এই স্বপ্নের মাঝেই পুরন