এক অবাক নির্জনতা, এতো ফুল-
এতো লাল, নীল, সবুজ রঙ ছড়িয়ে-
তবু ভ্রমরের গুঞ্জন যায় না শোনা।


কাঠফাটা বেলায় অপূর্ব দহনে
মাটি পুড়ে যায় না এখানে,
হলুদ পাখিটা ডানা গুটিয়ে চোখ
বুজে একা বসে- বিভাবরী অবসানে।


শুধু স্তব্ধতার গান বেজে যায় সকাল সাঁঝে,
তুমি কি শুনতে পাও কিছু?
শোনো কি আমার পরম আকুতি
তখন- তোমার হৃদয় মাঝে !!