মাটি করো মাটির দেহ, মনটা করো মাটি।
পাইবে তুমি পাক মওলারে, জীবন হবে খাটি!!


জীবন তোমার জীবন গড়ো, মাটির পরে
যিনি তোমার জীবনদাতা, বিলাও জীবন তার তরে
শয়তানী মন ছেড়ে তুমি মাওলা প্রেমে পড়ো
রক্তশোষণ, দেহপ্রীতি, চিত্তরঞ্জণ ছাড়ো
শক্ত করো ঈমানটাকে- পরপারের ঘাটি!!


মাটি করো মাটির দেহ, মনটা করো মাটি।
পাইবে তুমি পাক মওলারে, জীবন হবে খাটি!!


আসল জীবন হবে তোমার, মৃত্যুর পরে
প্রথম নিশান পাবে তুমি, মাটির কবরে
বুঝবে তখন মিছে ছিল জীবন সাহারা
লাগবে না আর কিছু কাজে, ঈমান আমাল ছাড়া
মাওলা প্রেমে, নবীর কর্মে জীবন পরিপাটি!!


মাটি করো মাটির দেহ, মনটা করো মাটি।
পাইবে তুমি পাক মওলারে, জীবন হবে খাটি!!


২০.০৬.২০১৪ (কাপাসিয়া)