গগন চরণে রাজা ভিক্ষা দিলো রাজ্য
ফকিরে মানিলো মনিব, ভিক্ষার হাতে এই সম্রাজ্য?
অর্ধ কান্ডারী জব্দ  বিনোদিনীর মুখে—
রাজ্য চলে গরিবের চামরা বেঁচে,  তবুও নাই সুখে।
আমি হয়ে রাজা বেইমানির নেপথ্যে
ভুল সংক্রমণে মন-
বারো মাসে আঠারো ক্ষণ।


দ্বিতীয় রাণী চন্দ্রানী , দিলেম ঐ নিমতলার এগারো বিঘা জমি
রাজ্য সম্পদ ভক্ষণে রাজা  অর্ধেক ভূস্বামী
ফকিরে সাধিলে  ভিক্ষুকেরে রাজার বিবরণ মেলেনা রাজা বেশে,
পন্ডিতেরাও খেয়েছে রাজ্য, পুথিবিদ্যা চুষে।
জ্ঞানীরা যেথায় চুপ
ফকিরের কথা  রিরুপ— গন্তব্যহীন মগজে ব্যথা (সংক্ষিপ্ত)