ঘোর-ছায়াভ্রান্তি পাঠ করছি, এক দশক স্মৃতির পরের জীবনের পুনরুত্থান ঘটেছে— হঠাৎ  মনে হলো রুচিসম্মত স্মৃতি চারণে নিজেকে গুছিয়ে রাখি, খুব বেশী দূর পালানো গেলো না, আটকে গেলাম বিষবৃক্ষের তৃণমূলে।
তাই লিখছি প্রাক্তনী চিঠি.....
" সবে,আম্রকানন ফুল বৈশাখ উৎসবে নিজের সুগন্ধি ধার দিয়েছিলো তাকে,  উপমাদের এই নির্বাসন কোন  অপেক্ষা রোধ করে নি সেদিন— দৃষ্টিনন্দন সেই বা'চোখের আয়ু থমকে গিয়েছিলো, সেদিনেই  একজোড়া চোখের  মৃত্যু চেয়ে পাঠানো হল প্রেম পত্র- জীবদ্দশা আজ কৈফিয়ত দেয়; কি প্রফুল্লচিত্তে একবিংশ'তে  প্রেম হলো,
অবিলম্বিত ব্যস্ততা শেষে বিসর্জনেও সুখ;
তাহলে স্রেফ ব্যাপ্তির প্রাক্তনী?  উল্লেখযোগ্য এই যে বিরহ অভ্যূত্থান করেছিলো।..........(সংক্ষিপ্ত)