কোন ঘর খুজে পাবে না এই আষাঢ়ে - চিন্তান্বিত শখে এই গৃহে—
অনিদ্রায় শূলেচড়া প্রথম  বৈচিত্র্য আনে।
সেই মুখের দৃশ্যকাব্যে  অন্নপূর্ণার কেশে সুবাসের পূর্নবাসন
দ্বিতীয় বার আর রুপকথা আসে নি,
নীড়ে ডুবে- দংশন হই সে চেনায়;
তাকিয়ে থাকি—
ভেসে থাকা কল্পনায় শরৎ আচ্ছন্নে মুক্তমেঘের পানে।