সমাজের দর্পন আজকের শিশুকুল
যেন পুষ্প বৃক্ষে পুষ্পমুকুল,


তাঁদের মস্তিষ্কে জুড়ে দিও না তবে
মোবাইলের সরু তার,
অসময়ে সে বিজ্ঞানী হবে--
অনর্থক যত সূত্র করবে আবিষ্কার।


সমাজ সুন্দর হবে যদি হৃদয় হয় ভ'রা
অনুভূতির ছোঁয়ায়,
রচিত হবে শত কবিতা ও ছড়া
ধরিত্রী হবে পদ্যময়, চারিদিকে বসন্তবায়।


মোবাইল যেন হিংস্র দানব, রক্তপিপাসু
ছিন্ন করে হৃদয় ও মস্তিস্ক যত আছে শিশু,


আর নয় কৃত্রিমতা, আসলের হোক জয়
সঙ্গে আছে শিশুকুল সমাজের দর্পন--
যদি চাও ইতিকথা তাঁদের দিগ্বিজয়,
নিজের বিবেকের কাছে করো সমর্পণ।