প্রভাতের স্নিগ্ধ পরশে
মনে ফোটে শরতের
প্রথম ফুল,
হেথায় সেথায় উন্মীলিত
কতো রজনীগন্ধা
কতো সারি সারি বকুল।
পাখির গানে
ফিরে পাই হারানো সুর,
দিকে দিকে মধু উৎসব
বেজে ওঠে বসন্তের নূপুর।
নরম রবির আলতো ছোয়ায়
জেগে ওঠে অলি
আহা কি আনন্দ, আহা কি সুখ
কারে আমি বলি?
গগনে ছড়ানো রঙের আলপনা,
মেঘের কোণে রঙধনু
উড়ছে আলোক রথ,
আমিও চলছি নিজ আনন তুলে
ধরি হৃদয় পথ।